ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মর্যাদার প্রতীক—জিয়া পরিবার বাংলাদেশের সামাজিক সংস্কৃতিতে এক অনন্য উদাহরণ দাদুর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা—দেশবাসী কাছে দোয়া চেয়েছেন জাইমা রহমান ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি তৃণমূলে: এডভোকেট আবেদ রাজার প্রতি অগ্রাধিকার চায় কর্মীরা ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রস্তুতি—আগামীকাল ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান গরিব-দুঃখী মানুষের গল্পে মানবতার ছোঁয়া—শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গণসংযোগ হে আল্লাহ দয়াময়, তুমি সকল কিছুর মালিক। আমার মা জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির করিয়া দেও :তারেক রহমান হার না মানা সংগ্রামের নাম— খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনার বন্যা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ১৭ বছর যাবত ১২ শতাংশ জমি জোর করে দখল করেছে দুর্বৃত্তরা। আর এই জমিকে কেন্দ্র করে প্রতিনিয়িত দাঙ্গা-হাঙ্গামা লেগেই থাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর পিঙ্গনালীর আব্দর পাড়া এলাকায়।

জানাযায়, ওই গ্রামের মৃত উত্তর আব্দুল আজিজ বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী (৩৮) এর ১২ শতাংশ জমি জোরপুর্বকভাবে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। গত ৭ই মে (রবিবার) সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ কিছু ভাড়াটে লোক নিয়ে এসে আল আমিন বেপারীর ১২ শতাংশ জমি দখল করে নেয়। এসময় তাদের সাথে সিরাজদি খান থানার বাসিন্দা সোহরাব তালুকদার, খেকা খাস, চুন্নু শেখ, রাসেল শেখসহ অজ্ঞাত ১৫/২০জন জমি দখলে পক্ষ নেয়। এতে আল আমিন বেপারি বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। তারা জমি দখল নিয়ে জামির চারপাশে বাঁশের বেড়া ও জমিতে চাষ করা লাউগাছ কেটে ফেলে।

এর আগে ২০০৬ সালে ওই জমি নিজের বলে দাবী করে মুন্সিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। দীর্ঘ ৪ বছর পর ২০১০ সালে ওই মামলাটি আল আমিনের পক্ষে খারিজ করে আদালত। পরে আপিল করেও কোন লাভ হয়নি কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংদের। মামলাটি আল আমিন বেপারির পক্ষে আপিলেও খারিজ হওয়ায় গত ৭ মে সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা জোরপূর্বকভাবে দখল নেয়।

ওইদিন সন্ধায় আল আমিন বেপারি লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে আইনের স্বপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

নিউজ প্রকাশের সময় : ০৮:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ১৭ বছর যাবত ১২ শতাংশ জমি জোর করে দখল করেছে দুর্বৃত্তরা। আর এই জমিকে কেন্দ্র করে প্রতিনিয়িত দাঙ্গা-হাঙ্গামা লেগেই থাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর পিঙ্গনালীর আব্দর পাড়া এলাকায়।

জানাযায়, ওই গ্রামের মৃত উত্তর আব্দুল আজিজ বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী (৩৮) এর ১২ শতাংশ জমি জোরপুর্বকভাবে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। গত ৭ই মে (রবিবার) সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ কিছু ভাড়াটে লোক নিয়ে এসে আল আমিন বেপারীর ১২ শতাংশ জমি দখল করে নেয়। এসময় তাদের সাথে সিরাজদি খান থানার বাসিন্দা সোহরাব তালুকদার, খেকা খাস, চুন্নু শেখ, রাসেল শেখসহ অজ্ঞাত ১৫/২০জন জমি দখলে পক্ষ নেয়। এতে আল আমিন বেপারি বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। তারা জমি দখল নিয়ে জামির চারপাশে বাঁশের বেড়া ও জমিতে চাষ করা লাউগাছ কেটে ফেলে।

এর আগে ২০০৬ সালে ওই জমি নিজের বলে দাবী করে মুন্সিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। দীর্ঘ ৪ বছর পর ২০১০ সালে ওই মামলাটি আল আমিনের পক্ষে খারিজ করে আদালত। পরে আপিল করেও কোন লাভ হয়নি কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংদের। মামলাটি আল আমিন বেপারির পক্ষে আপিলেও খারিজ হওয়ায় গত ৭ মে সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা জোরপূর্বকভাবে দখল নেয়।

ওইদিন সন্ধায় আল আমিন বেপারি লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে আইনের স্বপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।