মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ১৭ বছর যাবত ১২ শতাংশ জমি জোর করে দখল করেছে দুর্বৃত্তরা। আর এই জমিকে কেন্দ্র করে প্রতিনিয়িত দাঙ্গা-হাঙ্গামা লেগেই থাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর পিঙ্গনালীর আব্দর পাড়া এলাকায়।
জানাযায়, ওই গ্রামের মৃত উত্তর আব্দুল আজিজ বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী (৩৮) এর ১২ শতাংশ জমি জোরপুর্বকভাবে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। গত ৭ই মে (রবিবার) সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ কিছু ভাড়াটে লোক নিয়ে এসে আল আমিন বেপারীর ১২ শতাংশ জমি দখল করে নেয়। এসময় তাদের সাথে সিরাজদি খান থানার বাসিন্দা সোহরাব তালুকদার, খেকা খাস, চুন্নু শেখ, রাসেল শেখসহ অজ্ঞাত ১৫/২০জন জমি দখলে পক্ষ নেয়। এতে আল আমিন বেপারি বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। তারা জমি দখল নিয়ে জামির চারপাশে বাঁশের বেড়া ও জমিতে চাষ করা লাউগাছ কেটে ফেলে।
এর আগে ২০০৬ সালে ওই জমি নিজের বলে দাবী করে মুন্সিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা। দীর্ঘ ৪ বছর পর ২০১০ সালে ওই মামলাটি আল আমিনের পক্ষে খারিজ করে আদালত। পরে আপিল করেও কোন লাভ হয়নি কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংদের। মামলাটি আল আমিন বেপারির পক্ষে আপিলেও খারিজ হওয়ায় গত ৭ মে সকালে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ গংরা জোরপূর্বকভাবে দখল নেয়।
ওইদিন সন্ধায় আল আমিন বেপারি লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে আইনের স্বপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।




















