এবার ইসরায়েলে সরাসরি হামলা ইরানের

- নিউজ প্রকাশের সময় : ১২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

শনিবার গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)- ও। তারা জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিসে’র আওতায় ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে। ইজরায়েল যে অপরাধ ঘটিয়েছে, তার জবাব দিতেই এই হামলা বলে দাবি তাদের। তবে ইরান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ইজরায়েলের আকাশসীমায় পৌঁছতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগার কথা। তবে ইজরায়েলের মাটিতে ইতিমধ্যেই ড্রোন আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর। রায়েলের কাছে যদিও আক্রমণ প্রতি করার আয়রন ডোেম রয়েছে। তারা কাজে নেমে পড়েছে বলে খবর। (Iran-Israel Tensions)সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেইইজরায়েলে সাড়া পড়ে গিয়েছে। গভীর রাত থেকে সেখানে সাইরেন বাজছে। হামলা প্রতিহত করতে ইজরায়েলের তরফেও প্রস্তুতিশুরু হয়ে গিয়েছে। তবে ১০ বছরের এক শিশুর আহত হওয়ার খবর মিলেছে। ইজরায়েলের দাবি, ১০০-র বেশি ড্রোন ছুড়েছে ইরান।