কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদত্যাগ

- নিউজ প্রকাশের সময় : ০৪:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
আগামী ৩রা জুনের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। নির্বাচনের পূর্বপ্রস্তুতি নিতেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু।
আজ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে বর্তমান প্রেসিডেন্টের পতত্যাগের পর অর্থমন্ত্রী চোই সাং মোকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তিনিও মন্ত্রিত্ব ছেড়ে দেন। এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে-মিয়ং এর নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাতিল হতে পারে।
এ যেন এক উত্তাল রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে। সকল অস্থিরতা কাটিয়ে অর্থনীতিতে সফলতা আসুক এটাই আমাদের সবার চাওয়া।