জয়পুরহাটে ” নিরাপদ সড়ক চাই ” র্যালী, আলোচনা সভা ও অভিষেক

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি – এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ” নিরাপদ সড়ক চাই ” জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল ৩ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদের চত্বরে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নুর ই আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফ হোসেন,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,জেলা জামায়েতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন,জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোয়ারুল আনু, এনসিপি জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু বিআরটিএ ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার সহ সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা মন্ডলী ও কমিটির বিভিন্ন সদস্যরা।নবনির্বাচিত কমিটিতে ৯ সদস্য উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য ৪১ জন এবং কমিটি দুই বছরের জন্য অনুমোদন করার পর অভিষেক অনুষ্ঠিত হয়।

























