ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে নাগরপুর বিএনপির সংবাদ সম্মেলন সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের মানববন্ধন জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার 

দপ্তিয়রের মানুষ চাউল ডাল চায় না চাই টেকসই বাধ।

রিপোর্টার:মোঃ সিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

দপ্তিয়রের মানুষ চাউল ডাল চায় না চাই টেকসই বাধ।

বর্তমানে নদী ভাংগন দপ্তিয়র,ধুবড়িয়া, সলিমাবাদ ইউনিয়নের মানুষের কাছে একটি আতংকের নাম, ভাংগনের প্রভাবে নদীবর্তী এলাকার সাধারণ মানুষ গুলোর জীবনযাপন বিপন্ন অবস্থায়, হারিয়েছে বাপ-দাদার ভিটা আবাদি জমি জমা, আত্মীয়স্বজনদের কবরস্থান,স্কুল, মসজিদ,মাদ্রাসা ইত্যাদি, সর্বত্র হারিয়ে মানুষ এখন প্রায় নি:স্ব।
একটা সময় যাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিলো পরিবার পরিজন নিয়ে সুখে ছিলো তাদের অবস্থা এখন ভয়াবহ, কেউ আছে অন্যের ভাড়া ভিটায় বাড়ি তুলে, কেউ সব হারিয়ে ঢাকার পথযাত্রী,
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর এমপি মহোদয় জনাব আহসানুল ইসলাম টিটু -উপজেলার ইউওনো সহ স্থানীয় নমিনেশন পত্যাশি নেতারা ১৫ বারের কম পরিদর্শন করেন নাই নদী ফলস্বরূপ কিচ্ছু না
দপ্তিয়র ইউনিয়নের নদী ভাঙ্গন দেখে দপ্তিয়র ইউনিয়নের বাদে ভুগোলহাট এর ছাত্রনেতা মো: সোহেল রানা বলেন,
যখন পানি আসে তখন কয়েকটা বস্তা ফালায় যা পানির নিচেই চলে যায় পরে ছবি তুলে নাটক শেষ।
এবার আসুন পাশের এলাকার কথায় –
দৌলতপুর থানার- বাচামারা, চরকাটারি ইউনিয়ন যা আমাদের থেকে ২/৩ কিলো.দক্ষিণ -পশ্চিমে অবস্থিত বলতে গেলে তারা নদীর ভিতর, কিন্তু বর্তমান অবস্থান তাদের এমপি জনাব নাইমুর রহমান দুর্জয় মহোদয় অস্থায়ী বাধ নির্মান করায় তারা ভাংগন থেকে মুক্তি পেয়েছে আজ নতুন স্বপ্ন দেখছে।
প্রক্ষান্তরে- দপ্তিয়র,ধুবড়িয়া,সলিমাবাদ ইউনিয়নের তীরবর্তী মানুষের বুক ভরা স্বপ্ন আজ নদী গর্ভে বিলীন হচ্ছে।
নদী ভাংগন রক্ষার্থে অস্থায়ী বা স্থানীয় বাদ খুবই জরুরি এই অঞ্চলের মানুষদের প্রানের দাবী হয়ে দাড়িয়েছে।
দলমত নির্বিশেষে অস্থায়ী বা স্থানী বাধ দিয়ে যে নেতা দপ্তিয়র-ধুবড়িয়া-সলিমাবাদ ইউনিয়নের মানুষদের নদী ভাংগনের হাত থেকে রক্ষা করবেন, জনসাধারণ তাদের আজীবন কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং হৃদয়ে রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দপ্তিয়রের মানুষ চাউল ডাল চায় না চাই টেকসই বাধ।

নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

দপ্তিয়রের মানুষ চাউল ডাল চায় না চাই টেকসই বাধ।

বর্তমানে নদী ভাংগন দপ্তিয়র,ধুবড়িয়া, সলিমাবাদ ইউনিয়নের মানুষের কাছে একটি আতংকের নাম, ভাংগনের প্রভাবে নদীবর্তী এলাকার সাধারণ মানুষ গুলোর জীবনযাপন বিপন্ন অবস্থায়, হারিয়েছে বাপ-দাদার ভিটা আবাদি জমি জমা, আত্মীয়স্বজনদের কবরস্থান,স্কুল, মসজিদ,মাদ্রাসা ইত্যাদি, সর্বত্র হারিয়ে মানুষ এখন প্রায় নি:স্ব।
একটা সময় যাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিলো পরিবার পরিজন নিয়ে সুখে ছিলো তাদের অবস্থা এখন ভয়াবহ, কেউ আছে অন্যের ভাড়া ভিটায় বাড়ি তুলে, কেউ সব হারিয়ে ঢাকার পথযাত্রী,
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর এমপি মহোদয় জনাব আহসানুল ইসলাম টিটু -উপজেলার ইউওনো সহ স্থানীয় নমিনেশন পত্যাশি নেতারা ১৫ বারের কম পরিদর্শন করেন নাই নদী ফলস্বরূপ কিচ্ছু না
দপ্তিয়র ইউনিয়নের নদী ভাঙ্গন দেখে দপ্তিয়র ইউনিয়নের বাদে ভুগোলহাট এর ছাত্রনেতা মো: সোহেল রানা বলেন,
যখন পানি আসে তখন কয়েকটা বস্তা ফালায় যা পানির নিচেই চলে যায় পরে ছবি তুলে নাটক শেষ।
এবার আসুন পাশের এলাকার কথায় –
দৌলতপুর থানার- বাচামারা, চরকাটারি ইউনিয়ন যা আমাদের থেকে ২/৩ কিলো.দক্ষিণ -পশ্চিমে অবস্থিত বলতে গেলে তারা নদীর ভিতর, কিন্তু বর্তমান অবস্থান তাদের এমপি জনাব নাইমুর রহমান দুর্জয় মহোদয় অস্থায়ী বাধ নির্মান করায় তারা ভাংগন থেকে মুক্তি পেয়েছে আজ নতুন স্বপ্ন দেখছে।
প্রক্ষান্তরে- দপ্তিয়র,ধুবড়িয়া,সলিমাবাদ ইউনিয়নের তীরবর্তী মানুষের বুক ভরা স্বপ্ন আজ নদী গর্ভে বিলীন হচ্ছে।
নদী ভাংগন রক্ষার্থে অস্থায়ী বা স্থানীয় বাদ খুবই জরুরি এই অঞ্চলের মানুষদের প্রানের দাবী হয়ে দাড়িয়েছে।
দলমত নির্বিশেষে অস্থায়ী বা স্থানী বাধ দিয়ে যে নেতা দপ্তিয়র-ধুবড়িয়া-সলিমাবাদ ইউনিয়নের মানুষদের নদী ভাংগনের হাত থেকে রক্ষা করবেন, জনসাধারণ তাদের আজীবন কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং হৃদয়ে রাখবেন।