মানবতার আলোয় এক নতুন অঙ্গীকার: আজীবন দাতা সদস্য হলেন শেখ আলমগীর হোসেন”

- নিউজ প্রকাশের সময় : ১২:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

রিপোর্টার :মোঃআনজার শাহ
বিসমিল্লাহির রহমানির রহিমে সূচনা করে মানবতার শপথ। “মানব সেবাই আমরা প্রবাসী” সংগঠন সেই শপথকেই বহন করে চলছে নিরন্তর। প্রবাস জীবনের সীমাবদ্ধতার ভেতর থেকেও যাঁরা দেশের মানুষের কল্যাণে নিজেদের শক্তি, মমতা ও সাধ্য বিলিয়ে দেন,তাঁদের প্রতিটি পদক্ষেপ যেন অন্ধকারে একেকটি প্রদীপ।
সেই আলোকমালায় সম্প্রতি যুক্ত হলেন শেখ আলমগীর হোসেন। সংগঠন তাঁকে প্রদান করেছে আজীবন দাতা সদস্যপদ,যা কেবল একটি স্বীকৃতিই নয়, বরং এক অবিচল দায়িত্ব, মানবতার প্রতি অটল এক অঙ্গীকার।
এই উপলক্ষে এশিয়ার ছিন্ন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সদস্য (আইডি:10288392) রোমানিয়ান প্রবাসী শেখ
আলমগীর হোসেন সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,তিনি অতীতে যেমন সংগঠনের মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন, ভবিষ্যতেও তেমনি অবিচল থাকবেন। তাঁর ভাষায়, “আজীবন দাতা সদস্য হিসেবে আমার এই পদ আমাকে আরও দায়িত্বশীল করেছে। সংগঠনের কাজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আশা প্রকাশ করেন, সবাইকে সঙ্গে নিয়ে এই সংগঠন একদিন আরও বৃহৎ পরিসরে সমাজসেবার আলো ছড়িয়ে দেবে। দেশের মানুষের হাসি, নিরাপত্তা ও কল্যাণের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মানবসেবার ইতিহাসে প্রতিটি ত্যাগ একেকটি মাইলফলক। শেখ আলমগীর হোসেনের এই আজীবন দাতা সদস্যপদও সেই ধারাবাহিকতার এক উজ্জ্বল অধ্যায়। সময়ের স্রোতে হয়তো অনেক নাম হারিয়ে যায়, কিন্তু মানুষের কল্যাণে নিবেদিত যে স্বপ্ন, তা চিরকাল টিকে থাকে একটি উজ্জ্বল প্রদীপের মতো।

























