রাজশাহী কলেজ কর্তৃক মিরর ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান

- নিউজ প্রকাশের সময় : ০৩:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজ ‘মিরর ডিবেটিং ক্লাব’ কর্তৃক দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিaশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও চাপাঁইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, মিরর ডিবেটিং ক্লাবের উপদেষ্টা প্রফেসর মোঃ হবিবুর রহমান, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি পিয়াস, সুমাইয়া আনোয়ার পূর্ণাসহ সারা বাংলাদেশ থেকে আগত ২৬টি বিতার্কিক দল। বিতর্ক প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয় জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।