শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত ইঞ্জি. ফাহিম চৌধুরীকে ঘিরে তৃণমূলে উৎসাহ–উদ্দীপনা

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: জয়নাল আবদীন
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দলের সুসংগঠিত নেতৃত্ব, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং উন্নয়নমুখী চিন্তার কারণে তিনি স্থানীয়ভাবে একটি পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত দলের মনোনয়ন পাওয়ার সাথে সাথে নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা এবং গ্রামাঞ্চলে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা ইঞ্জি. ফাহিম চৌধুরীকে স্বাগত জানাচ্ছেন। স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল, সভা ও অভ্যর্থনার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করছেন।
মনোনয়ন পাওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় ইঞ্জি. ফাহিম চৌধুরী বলেন,“শেরপুর-২ আসনের মানুষের আশা–আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে চাই। জনগণ গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের পক্ষে ভোট দেবে — এ বিশ্বাস রাখি।”তিনি আরও বলেন যে তাঁর অগ্রাধিকার হবে—শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন, নকলা ও নালিতাবাড়ীর অবহেলিত সড়ক–যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন,বন্যা–প্রবণ এলাকার টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ,যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইঞ্জি. ফাহিম চৌধুরীর মনোনয়ন শেরপুর-২ আসনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ তৈরি করবে। কারণ তিনি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর বিভিন্ন সমস্যা–সম্ভাবনা নিয়ে সক্রিয় কাজ করে আসছেন।অন্যদিকে, সাধারণ ভোটারদের মাঝে ইতোমধ্যে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, নতুন ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এলাকায় উন্নয়ন ও পরিবর্তনের বার্তা দিতে পারেন।নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা, গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির কাজ দ্রুততর করার পরিকল্পনা করছেন।নকলা–নালিতাবাড়ীর মানুষের প্রত্যাশা—আগামী দিনে একটি যুক্তিসংগত, উন্নয়নমুখী ও জনমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

























