ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ 

পাণ্ডব নদী তীরবর্তী দক্ষিণ সাদিষের কৃষিজমি কর্তন বিরোধীরাই মামলার আসামী।

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

 

বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের কর্মকতাদের কার্যকলাপ। কী ধরণের কর্মকতা হ’লে এই ধরণের গর্হিত কাজ করতে পারে তা ভাষায় প্রকাশ করতেও গ্রামবাসি ঘৃণা বোধ করে। মাননীয় প্রধানমন্ত্রী এদেশে আইন পাশ করিয়েছেন নদী তীরবর্তী কৃষিজমি কর্তন করা যাবে না, সেখানে বাকেরগঞ্জ থানার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ পাণ্ডব নদী তীরবর্তী কৃষি জমি ১৫/২০ ফুট নীচ থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ভূমিদস্যুরা ইট ভাটায় বিক্রি করছে। এটি নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। দীর্ঘদিন যাবত চিহ্নিত ভূমিদস্যুরা এই গ্রামের মাটি কাটছে। এর প্রতিবাদে গ্রামবাসি একত্রিত হয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে যা সময় টিভি, একাত্তর টিভি, মাইটিভিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই সব মিডিয়ায় বিভিন্ন সময় ভূমিদস্যু জনপ্রতিনিধিসহ চিহ্নিত চোর চক্রের কীছু নাম গ্রামবাসি প্রকাশ করে। ইতিপূর্বে প্রশাসন লোক দেখানো ২/১ টি অভিযান পরিচালনা করে। পরবর্তীতে অভিযান পরিচালনাকারীরাই ম্যানেজ হয়ে যায় ফলশ্রুতিতে আবার শুরু হয় মাটি-কাটা। এভাবে চলছে চোর পুলিশ খেলা। সদ্য জাতীয় নির্বাচন শেষে সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে নবোদ্যমে একাধিক ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে। গ্রামবাসি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করলে পটুয়াখালীর দুমকী পুলিশ প্রশাসন দক্ষিণ সাদিশ গ্রামের পূর্বপাশের পাণ্ডব নদী থেকে একটি ভেকু ও দুইজন চালককে মাটি কাটার সময় আটক করে। ঘটনাস্থল বাকেরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় দুমকী থানার এসআই শাহীন হোসেন, নিরস্ত্র, বিপি-৮৭০৭১১১২২১, একটি মামলা দায়ের করে আসামীদ্বয়কে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে যার মামলা নং- জিআর ৪২/২০২৪ তারিখঃ ২৮/০১/২০২৪। ঘটনাস্থলে ধৃত দুই জনসহ আসামী করা হয় মোট ১০ জন কিন্তু বাদ দেয়া হয় ভূমিদস্যু মূল হোতাদের। এই দশ জনের মধ্য ৫-১০ পর্যন্ত ক্রমিক নাম্বার আসামীরা মাটি কাটার বিপক্ষে নদী তীরবর্তী বাসিন্দা যারা কিছুদিনের মধ্যেই এভাবে কাটতে থাকলে বাড়ি-ঘর খোয়াবে। একদিকে বাড়ি-ঘর হারানোর পথে অন্যদিকে মামলার আসামি। এ ব্যাপারে গ্রামবাসি বাকেরগঞ্জ উপজেলার ইউএনও, ওসি এবং এমপি মহোদয়কে নামসহ বিস্তারিত লিখিতভাবে জানিয়েছেন। মাটি কাটার বিপক্ষে অবস্থান কারী নদীতীরবর্তী দক্ষিণ সাদিশ গ্রামের বাসিন্দারা হ’লো শাহ আলম হাওলাদার, তুহিন হাওলাদার , আনোয়ার হাওলাদার, নয়ন হাওলাদার , আতাউল্লাহ খান ও হালিম খান। দুমকী থানার তদন্তকারী কর্মকতা কীসের ভিত্তিতে মাটি কাটার বিপক্ষে অবস্থানকারীদের মামলার আসামী করলেন তা এলাকাবাসীর বোধগম্য নয়। এইসব আসামীরা বিভিন্ন সময় মাটি কাটার বিপক্ষে অবস্থান নিয়েছেন তার প্রমাণ, ভিডিও ফুটেজ আছে। মহামতি আলেকজান্ডার এর ভাষায় বলতে হয় ‘সত্যিই সেলুকাস’ কী বিচিত্র এই দেশ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাণ্ডব নদী তীরবর্তী দক্ষিণ সাদিষের কৃষিজমি কর্তন বিরোধীরাই মামলার আসামী।

নিউজ প্রকাশের সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

 

বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের কর্মকতাদের কার্যকলাপ। কী ধরণের কর্মকতা হ’লে এই ধরণের গর্হিত কাজ করতে পারে তা ভাষায় প্রকাশ করতেও গ্রামবাসি ঘৃণা বোধ করে। মাননীয় প্রধানমন্ত্রী এদেশে আইন পাশ করিয়েছেন নদী তীরবর্তী কৃষিজমি কর্তন করা যাবে না, সেখানে বাকেরগঞ্জ থানার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ পাণ্ডব নদী তীরবর্তী কৃষি জমি ১৫/২০ ফুট নীচ থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ভূমিদস্যুরা ইট ভাটায় বিক্রি করছে। এটি নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। দীর্ঘদিন যাবত চিহ্নিত ভূমিদস্যুরা এই গ্রামের মাটি কাটছে। এর প্রতিবাদে গ্রামবাসি একত্রিত হয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে যা সময় টিভি, একাত্তর টিভি, মাইটিভিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই সব মিডিয়ায় বিভিন্ন সময় ভূমিদস্যু জনপ্রতিনিধিসহ চিহ্নিত চোর চক্রের কীছু নাম গ্রামবাসি প্রকাশ করে। ইতিপূর্বে প্রশাসন লোক দেখানো ২/১ টি অভিযান পরিচালনা করে। পরবর্তীতে অভিযান পরিচালনাকারীরাই ম্যানেজ হয়ে যায় ফলশ্রুতিতে আবার শুরু হয় মাটি-কাটা। এভাবে চলছে চোর পুলিশ খেলা। সদ্য জাতীয় নির্বাচন শেষে সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে নবোদ্যমে একাধিক ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে। গ্রামবাসি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করলে পটুয়াখালীর দুমকী পুলিশ প্রশাসন দক্ষিণ সাদিশ গ্রামের পূর্বপাশের পাণ্ডব নদী থেকে একটি ভেকু ও দুইজন চালককে মাটি কাটার সময় আটক করে। ঘটনাস্থল বাকেরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় দুমকী থানার এসআই শাহীন হোসেন, নিরস্ত্র, বিপি-৮৭০৭১১১২২১, একটি মামলা দায়ের করে আসামীদ্বয়কে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে যার মামলা নং- জিআর ৪২/২০২৪ তারিখঃ ২৮/০১/২০২৪। ঘটনাস্থলে ধৃত দুই জনসহ আসামী করা হয় মোট ১০ জন কিন্তু বাদ দেয়া হয় ভূমিদস্যু মূল হোতাদের। এই দশ জনের মধ্য ৫-১০ পর্যন্ত ক্রমিক নাম্বার আসামীরা মাটি কাটার বিপক্ষে নদী তীরবর্তী বাসিন্দা যারা কিছুদিনের মধ্যেই এভাবে কাটতে থাকলে বাড়ি-ঘর খোয়াবে। একদিকে বাড়ি-ঘর হারানোর পথে অন্যদিকে মামলার আসামি। এ ব্যাপারে গ্রামবাসি বাকেরগঞ্জ উপজেলার ইউএনও, ওসি এবং এমপি মহোদয়কে নামসহ বিস্তারিত লিখিতভাবে জানিয়েছেন। মাটি কাটার বিপক্ষে অবস্থান কারী নদীতীরবর্তী দক্ষিণ সাদিশ গ্রামের বাসিন্দারা হ’লো শাহ আলম হাওলাদার, তুহিন হাওলাদার , আনোয়ার হাওলাদার, নয়ন হাওলাদার , আতাউল্লাহ খান ও হালিম খান। দুমকী থানার তদন্তকারী কর্মকতা কীসের ভিত্তিতে মাটি কাটার বিপক্ষে অবস্থানকারীদের মামলার আসামী করলেন তা এলাকাবাসীর বোধগম্য নয়। এইসব আসামীরা বিভিন্ন সময় মাটি কাটার বিপক্ষে অবস্থান নিয়েছেন তার প্রমাণ, ভিডিও ফুটেজ আছে। মহামতি আলেকজান্ডার এর ভাষায় বলতে হয় ‘সত্যিই সেলুকাস’ কী বিচিত্র এই দেশ’।