অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকার এক বাড়িওয়ালা

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকার এক বাড়িওয়ালা।
নিত্যপণ্যের উচ্চমূল্য, বাসা ভাড়াসহ যেখানে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।সেখানে অনন্য নজির স্থাপন করলেন রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা।ঈদ উপলক্ষে ভাড়াটিয়াদের বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসদবুকে ছাড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট।রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল।সোমবার(১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন,আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার. আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং শুনিনি কখনো- আমি অন্তত পাইনি।সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটা ও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।
আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি কালবেলাকে বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র।এদিকে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন।জানা যায়, এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্যই এ উপহার দিয়েছেন।
আলিমুর রহমানের করা সেই পোস্টের কমেন্টসে বাড়িওয়ালার জন্য প্রশংসার জোয়ার বয়ে গেলেও অনেকেই অন্য বাড়ির মালিকদের নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।নাজমুল হাসান নামে একজন লিখেন আলহামদুলিল্লাহ। এরকম কখনো শুনিনি ভাই। ওনার জন্য দোয়া রইল।