চুনারুঘাটে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

- নিউজ প্রকাশের সময় : ১০:২৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:: চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শ্রমিকলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক আলোচনা সভায় মিলিত হয়।
চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ দেলোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ কাদির সুমন এর পরিচালনায় উক্ত র্যালী ও সভায় ছিলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বিজ্ঞ পিপি এড. এম আকবর হোসাইন জিতু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, জয়েন্ট সেক্রেটারী ও চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, সাবেক ছাত্র ও যুবনেতা সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আঃ হামিদ, মান্নান, মতিন, সালাম, মহারাজ মিয়া, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান শাহীন, শেখ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছালেক মেম্বার, সোহেল, মীর মনসুর, পৌর শ্রমিক লীগের সভাপতি সাইফ উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি মোঃ লিটন, আরজু, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শের আলী, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক বাবু কানু সূত্রধর, দপ্তর সম্পাদক ইমান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া, ত্রাণ সম্পাদক বাবুল, ক্রীড়া সম্পাদক বাবরুল, সাংস্কৃতিক সম্পাদক কালা, তথ্য ও গবেষণা সম্পাদক জয়নাল,উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রত্যেক ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




















