বরিশালে শপথ নিলেন ৫ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

- নিউজ প্রকাশের সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

গত রবিবার (২ জুন) বিকেলে বরিশাল সার্কিট হাউজে শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী শপথ গ্রহণ করেন- বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম হ্যাপি,বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাজিব আহমেদ তালুকদার, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এসএম বায়জিদ হোসেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা শততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতি অকৃত্তিম বিশ্বাস ও আনুগত্য প্রশনের শপথ নেন,তাছাড়া নিজ নিজ উপজেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন,উল্লেখ্য,গত ৮মে বরিশালের দুটি ও পিরোজপুরে তিনটি দক্ষিণাঞ্চলের মোট পাঁটটি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়,শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, অতিরিক্ত ডিআইজি খন্দকার আনোয়ার বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন ও বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।