সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ নেই রাজধানীর একাংশে

সৈয়দ মো: স্বাধীন রিপোর্টার,,,,,
- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

দুপুর ১২ থেকে রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, মগবাজার, হাতিরপুল, কাঁঠালবাগানসহ আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এফডিসির সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ কেবল কাটা পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালাচ্ছে।কাওরানবাজার এলাকার বাসিন্দা আবদুল আজিজ দেশ প্রিয় নিউজ কে দুপুরে বলেন, ‘অফিস বন্ধ থাকায় আজ বাসায় ছিলাম। ২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বাসায় টেকা যাচ্ছে না অতিরিক্ত গরম এমতাবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।