বুড়ো শকুনের দরবার ও কলুষিত সমাজের চিত্র

- নিউজ প্রকাশের সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সর্বোত্ত অঞ্চলে আগে মশকুন দেখা গেলেও এখন আর শকুন চোখে পড়ে না।যার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয় বে ইনসাফ ও প্রকৃতির শৃংখল বিনষ্ট।তেমনি ভাবে বাংলাদেশের সমাজব্যবস্থা ধ্বংসের পিছনে মানুষ নামের কিছু বুড়ো শকুনের হাত রয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা।কারণ সমাজ থেকেও ন্যায়বিচার দিন দিন উঠে যাচ্ছে।এইদিকে বুড়ো শুকুনদের পা চাটাই যেন লেংড়া গো শালিক আর চামচিকা ফেচ্চার কাজ। চামচিকা ফেচ্চাকে নেতৃত্ব দেয় লেংড়া গো শালিক।যার কিনা এক সময়ে সমাজ থেকে,জুতার মালা পরিধান করে বিতাড়িত হওয়ার রেকর্ড।তারাই কিনা চামচিকা ফেচ্চাকে দিয়ে বাবুই চড়াইকে নিয়ে দরবার ডাকায়।একে তো গো বেচারা চড়াই অন্যের বাড়িতে মাথা গুঁজার ঠাই।তার মধ্যে চামচিকা ফেচ্চা বাদায় বাবুই চড়াই লড়াই।এটা দেখে অট্টহাসি হাসি হাসে শকুনদয়।এই দরবারের ফায়দা লোটে লেংড়া গো শালিক আর চামচিকা ফেচ্চায়।এই হলো বর্তমান সমাজের চিত্র।