মন্ত্রিপরিষদ সচিবের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে,

- নিউজ প্রকাশের সময় : ০৮:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

শনিবার (১৮) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. মাহবুব হোসেন,শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন,এর আগে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলী আফিফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন।