মাধবপুরে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন(BCHCPA) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: ইকবাল সভাপতি-জয়নুল সম্পাদক

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

এস এম শামীম, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর দ্বি বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয় , ৩ জুন সকাল দশ ঘটিকার সময় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে , উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইসতিয়াক মামুন সাহেবের সভাপতিত্বে এবং সিএইচসিপি আশরাফ খাঁন এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।
উক্ত নির্বাচনটি গনতন্ত্র অনুসরণ করে জনাব , শাহিরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে আরো ৪জনকে সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ করে সচ্চ ব্যালট বাক্স মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এবং বিপুল ভোটের ব্যবধানে সিএইচসিপি, জনাব ইশতিয়াক আহমেদ ইকবালকে সভাপতি ও সিএইচসিপি জনাব জয়নুল আবেদীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির পেয়ে মাধবপুর উপজেলা শাখার সকল সিএইচসিপি আনন্দিত ,তারা জানান এই কমিটির মাধ্যমে যেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বাস্থ্য বিভাগের সুনাম বয়ে আনতে পারে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেন। আজকে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করেন , মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিভাবক ও স্বাস্থ্য সেবা প্রেমিক , ডআঃ এ এইচ এম ইসতিয়াক মামুন মাধবপুর উপজেলাকে স্বাস্থ্য সেবার মাধ্যমে যিনি বাংলাদেশের একটি মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন । এবং উক্ত কমিটির সর্বাঙ্গিক সফলতার কামনা করেন।
চেকপোস্ট/এসবি




















