ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন ধ*র্ষণ মা*মলার আ*সামি ও দুর্নীতিবাজ ইডিসিএল এমডি আব্দুস সামাদ মৃধার পদত্যাগ ও গ্রে*ফতারের দাবি—প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে (জিসাস) ঢাকা মহানগর উত্তরের শ্রদ্ধাঞ্জলি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শহীদ জিয়া অমর হোক — বেগম খালেদা জিয়া জিন্দাবাদ — তারেক রহমান জিন্দাবাদ চিলড্রেন পার্টি নয়, ১০ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি — হাসনাতের ঘোষণা শহীদ জিয়ার শাহাদাত দিবস সরকারী ছুটি ঘোষণার দাবি — জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর উত্তর কমিটির অনুমোদন ৪০ বছরের নিবেদিত সেবায় গড়ে তুলেছেন হাজারো শিক্ষার্থী:ক্বারী মো:আবুল হাছান মিডওয়াইফদের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতির দাবিতে মানববন্ধন গণঅধিকার পরিষদ এখনো নির্বাচনী জোটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিশলয় বালিকা বিদ্যালয়ে শিশুদের হয়রানি ও বুলিংবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। শখ করে ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন তার প্রিয় পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারে অন্য কেউ। যে কারণে বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে তারা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খেতে চায় তারা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তারা। যদিও ব্যর্থ হয়।

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। এরপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বের হয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি।

এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সূত্র- দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। শখ করে ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন তার প্রিয় পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারে অন্য কেউ। যে কারণে বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে তারা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খেতে চায় তারা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তারা। যদিও ব্যর্থ হয়।

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। এরপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বের হয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি।

এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সূত্র- দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।