রাজনগরে পলাতক আসামীর বসত ঘর থেকে ১২ জুয়াড়ী আটক

- নিউজ প্রকাশের সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১০৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে অভিযান চালিয়ে একজন পলাতক আসামীর বসত ঘর থেকে ১২ জুয়াড়ীকে আটক করেছে,এবং ১ জন দৌড়ে পালিয়েছে।
জানা যায়, ২২ মে রাত ১.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নির্দেশনায় এসআই(নিরস্ত্র) সুলেমান আহমদ, এসআই(নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই(নিরস্ত্র) উবায়েদ আহমদ, এএসআই(নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন সহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় একটি চৌকস টিম এসব জুয়াড়ীদের আটক করেন।
আটককৃতরা হলেন, বদরুল মিয়া (৫০), পিতা- জগলু মিয়া, অলিউর রহমান (২২), পিতা- বুনাই মিয়া, উভয় সাং-রক্তা, সাজাদ মিয়া (৩৬), পিতা- মুক্তার আলী, মোফাজ্জল হোসেন ইয়ামিন (২৬), পিতা-মনিজিল মিয়া, উভয় সাং- খালদার, শাহ আলম (৩০), পিতা- মৃত মজনু মিয়া, রিপন মিয়া (৪০), পিতা- মৃত ছকির উদ্দিন, আফাং মিয়া (২৮), পিতা- ফরাজ মিয়া, এমন মিয়া (৩২), পিতা- কেনান মিয়া, আছিদ মিয়া (৩৮), পিতা- মুক্তার আলী,সর্বসাং- আমিরপুর, বিলাল মিয়া (৫০), পিতা- মৃত ইউসুফ মিয়া, সাং- জালালপুর, দুলাল মিয়া (৩৪), পিতা-উকিল আলী, সাং- পেটুগাঁও, আবাছ মিয়া (৩২), পিতা- মৃত বাদশা মিয়া, সাং-সারমপুর, সর্বথানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।
আটককৃত আসামীদের হেফাজত হতে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬ টি তাস এবং নগদ ২,৯১০/-টাকা জব্দ করা হয়। জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করতঃ বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


















