ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হুইপ সাইমুম সরওয়ার কমলকে চ্যলেঞ্জ করলেন অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ আর মিলু

তোফাজ্জল হোসেন চট্টগ্রাম জেলা ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২১ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের সাড়া জাগানো মাননীয় হুইপকে শুধু চ্যলেঞ্জ নয় তালেবর এমপি বলেও কটাক্ষ করে ফেইসবুকে পোস্ট করেছেন অপারেজয় বাংলার সদস্য সচিব এইচ আর মিলু। মিলু নিজস্ব উনার এফবি আইডিতে পোস্ট করে উল্লেখ করেন, মাননীয় তালেবর এমপি, হুইপ সাইমুম সরোয়ার কমল, আপনি আপনার পালিত টোকাই দিয়ে আমার ছবি বিকৃত করে নানা ধরনের বাজে পোস্ট দেওয়াচ্ছেন যা অতি নিম্ন রুচীর পরিচয় বহন করে।তিনি আরও বলেন আমি চাইলে অনলাইনে আপনার ছবি কতটা বিকৃত করাতে পারতাম তা আপনি ধারনাও করতে পারবেন না কারন এই অনলাইনে আমি ও আমার শত শত সহযোদ্ধারা অনেক বছর ধরে বিএনপি-জামাতের অনেক নেতার কাপড় খুলেছি, আপনি কোন বালের বাল, ছাল ?এই রকম বাজে ভাষায় উক্তি করেন তিনি আরও বলেন যে,আমাদের সমস্যা একটাই আপনার মতো রুচি আমাদের রুচী এখনও অতটা নিম্নমুখি হয়নি বিধায় কারও ছবি বিকৃত করে কোন পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করিনা।আপনাকে একটা চ্যালেঞ্জ করছি, সাহস ও হ্যাডম থাকলে চ্যালেঞ্জটা নিন।আপনি শুধু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করুন, তারপর আপনার এলাকায় আমি ও আপনি একই দিনে একই সময়ে পৃথক জনসভা করবো।আমার জনসভা থেকে যদি একজন লোকও আপনার জনসভায় বেশি হয় তবে আপনি আমাকে একটি চড় দেবেন, দুটো লোক বেশি হলে দুটো চড় দেবেন এভাবে যত লোক বেশি হবে তত চড় দেবেন। অন্যদিকে আমার জনসভায় যদি লোক বেশি হয় তবে আমি আপনাকে লোক প্রতি একটা করে লাল গোলাপ দেবো, চ্যালেঞ্জ নিতে আছেন ? আসুন না দেখি আপনার এলাকা কক্সবাজারে আপনার জনপ্রিয়তা কত আর আপনার এলাকা থেকে ৬০০ কিলোমিটার দুরের জেলা গোপালগঞ্জের ছেলে এই এইচ রহমান মিলুর জনপ্রিয়তা কত ?আপনারা সাংবাদিক বন্ধুরা সাক্ষী হিসেবে রইলেন।এইচ আর মিলু হুইপ কমলকে চ্যলেন্জ করে আরও বলেন, ৬০০ কিলোমিটার দূরের গোপালগঞ্জ থেকে এইচ আর মিলুর রহমান নামের এক ব্যক্তির হুইপ কমলকে চ্যলেঞ্জ। তা ছাড়া উনি মাননীয় হুইপকে এক হাতেও নিয়েছেন, উল্লেখ্য কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কক্সবাজার সদর তিন আসনের টানা তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল কক্সবাজারের বদ্দা খ্যাত মুজিবুর রহমানের আনারস প্রতীকের বিপক্ষে এবং অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের মোটরসাইকেলের পক্ষে কাজ করে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন।এইদিকে লোকমুখে এবং চা দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় কানাঘুঁষা হচ্ছে এমপির নিজ আঙ্গিনা রামু উপজেলা নির্বাচনেও তার নিজের আপন বড় ভাই সোহেল সরোয়ার কাজলের বিপক্ষে হুইপের অনুসারীদের লেলিয়ে দিয়েছেন এবং রামুতে জামায়াতের এক নেতার পক্ষ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হুইপ সাইমুম সরওয়ার কমলকে চ্যলেঞ্জ করলেন অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ আর মিলু

নিউজ প্রকাশের সময় : ০৪:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

বর্তমান সময়ের সাড়া জাগানো মাননীয় হুইপকে শুধু চ্যলেঞ্জ নয় তালেবর এমপি বলেও কটাক্ষ করে ফেইসবুকে পোস্ট করেছেন অপারেজয় বাংলার সদস্য সচিব এইচ আর মিলু। মিলু নিজস্ব উনার এফবি আইডিতে পোস্ট করে উল্লেখ করেন, মাননীয় তালেবর এমপি, হুইপ সাইমুম সরোয়ার কমল, আপনি আপনার পালিত টোকাই দিয়ে আমার ছবি বিকৃত করে নানা ধরনের বাজে পোস্ট দেওয়াচ্ছেন যা অতি নিম্ন রুচীর পরিচয় বহন করে।তিনি আরও বলেন আমি চাইলে অনলাইনে আপনার ছবি কতটা বিকৃত করাতে পারতাম তা আপনি ধারনাও করতে পারবেন না কারন এই অনলাইনে আমি ও আমার শত শত সহযোদ্ধারা অনেক বছর ধরে বিএনপি-জামাতের অনেক নেতার কাপড় খুলেছি, আপনি কোন বালের বাল, ছাল ?এই রকম বাজে ভাষায় উক্তি করেন তিনি আরও বলেন যে,আমাদের সমস্যা একটাই আপনার মতো রুচি আমাদের রুচী এখনও অতটা নিম্নমুখি হয়নি বিধায় কারও ছবি বিকৃত করে কোন পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করিনা।আপনাকে একটা চ্যালেঞ্জ করছি, সাহস ও হ্যাডম থাকলে চ্যালেঞ্জটা নিন।আপনি শুধু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করুন, তারপর আপনার এলাকায় আমি ও আপনি একই দিনে একই সময়ে পৃথক জনসভা করবো।আমার জনসভা থেকে যদি একজন লোকও আপনার জনসভায় বেশি হয় তবে আপনি আমাকে একটি চড় দেবেন, দুটো লোক বেশি হলে দুটো চড় দেবেন এভাবে যত লোক বেশি হবে তত চড় দেবেন। অন্যদিকে আমার জনসভায় যদি লোক বেশি হয় তবে আমি আপনাকে লোক প্রতি একটা করে লাল গোলাপ দেবো, চ্যালেঞ্জ নিতে আছেন ? আসুন না দেখি আপনার এলাকা কক্সবাজারে আপনার জনপ্রিয়তা কত আর আপনার এলাকা থেকে ৬০০ কিলোমিটার দুরের জেলা গোপালগঞ্জের ছেলে এই এইচ রহমান মিলুর জনপ্রিয়তা কত ?আপনারা সাংবাদিক বন্ধুরা সাক্ষী হিসেবে রইলেন।এইচ আর মিলু হুইপ কমলকে চ্যলেন্জ করে আরও বলেন, ৬০০ কিলোমিটার দূরের গোপালগঞ্জ থেকে এইচ আর মিলুর রহমান নামের এক ব্যক্তির হুইপ কমলকে চ্যলেঞ্জ। তা ছাড়া উনি মাননীয় হুইপকে এক হাতেও নিয়েছেন, উল্লেখ্য কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কক্সবাজার সদর তিন আসনের টানা তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল কক্সবাজারের বদ্দা খ্যাত মুজিবুর রহমানের আনারস প্রতীকের বিপক্ষে এবং অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের মোটরসাইকেলের পক্ষে কাজ করে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন।এইদিকে লোকমুখে এবং চা দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় কানাঘুঁষা হচ্ছে এমপির নিজ আঙ্গিনা রামু উপজেলা নির্বাচনেও তার নিজের আপন বড় ভাই সোহেল সরোয়ার কাজলের বিপক্ষে হুইপের অনুসারীদের লেলিয়ে দিয়েছেন এবং রামুতে জামায়াতের এক নেতার পক্ষ নিয়েছেন।