৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে, মনপুরা উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, বিজয় হয়েছে

- নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

৫ই জুন রোজ বুধবার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন, অনুষ্ঠিত হয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে,বিকাল ৪টা ভোট গ্রহণ শেষ,বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন, মনপুরা উপজেলা দায়িত্বরত, উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম (UNO) ও সহকারী রিটার্নিং অফিসারতারা মনপুরা উপজেলা বাসীকে নিশ্চিত করেন, আলহাজ্ব জাকির হোসেন মিয়া আনারস মার্কায় ২১৪০৭ ভোট পেয়ে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন,তার প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার চৌধুরী দ্বপক, মোটরসাইকেল প্রতিক, পেয়েছেন,১৫৮৭৩,পুরুষ ভাইস-চেয়ারম্যান,টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচিত হন, মোঃ আঃ রহমান রাসেদ মোল্লা, তিনি ২৪৭৬৭,ভোট পেয়ে বিজয়ী হন, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন হেলাল,তালা মার্কায় ১১৯৪৯,ভোট পান,মহিলা ভাইস চেয়ারম্যান,বল প্রতিক নিয়ে নির্বাচিত হন ইয়াসমিন জাহান মিনু,১৯৩০২,ভোট পেয়ে জয়লাভ করেন, অপরদিকে প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার রেবুএবং আমেনা বেগম কলস প্রতীক নিয়ে ৮১০৩ ভোট পান,