ঐতিহ্যবাহী পি.ডি.কে মাঠে প্রাণবন্ত ফুটবল উৎসব: কালিগঞ্জ জামায়াতের যুব ক্রীড়া বিভাগের আন্তঃইউনিয়ন খেলা অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ থানা যুব ক্রীড়া বিভাগের আয়োজনে এবং রতনপুর ইউনিয়ন যুব বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এক চমৎকার আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পি.ডি.কে ফুটবল মাঠে।এদিন মুখোমুখি হয় রতনপুর ইউনিয়ন যুব বিভাগ বনাম ধলবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগ। দুই দলের খেলোয়াড়দের মাঝে টানটান উত্তেজনায় ভরা খেলা উপভোগ করেন মাঠজুড়ে উপস্থিত বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা যুব বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন আমীর ক্বারী আবতাফবুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, এবং যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান।এছাড়া দুই ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।খেলার রেফারির দায়িত্ব পালন করেন স্যার আমিনুর রহমান, যিনি ন্যায়নিষ্ঠা ও অভিজ্ঞতার সঙ্গে খেলা পরিচালনা করেন।খেলাটি সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন — যিনি দেশের বাইরে থেকেও তার এলাকার যুব উন্নয়ন ও ক্রীড়া চর্চায় নিরলসভাবে ভূমিকা রেখে চলেছেন।এই আয়োজন শুধু একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে জামায়াতের একটি ইতিবাচক ও সময়োপযোগী প্রয়াস হিসেবেই দেখা হয়।

























