দুই জেলার বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে বগবান্দা একাদশের জয়

- নিউজ প্রকাশের সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোঃ মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত হলো দুই জেলার মধ্যকার এক চিত্তাকর্ষক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এ খেলায় মুখোমুখি হয় সানন্দবাড়ী একাদশ (দেওয়ানগঞ্জ, জামালপুর) ও বগবান্দা একাদশ (রৌমারী, কুড়িগ্রাম)।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলায় অংশ নেয়। প্রথমার্ধে সানন্দবাড়ী একাদশের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও তীব্র হয়। ম্যাচের ৫৮তম মিনিটে সানন্দবাড়ী একাদশ ১টি গোল করে এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ দিকে বগবান্দা একাদশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তারা পরপর দুটি গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেয় এবং ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলা শেষে মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। হাজারো দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল সানন্দবাড়ী কলেজ মাঠ। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন এবং বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
খেলা শেষে বিজয়ী বগবান্দা একাদশ ও রানারআপ সানন্দবাড়ী একাদশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে করমর্দন করেন, যা খেলাধুলার সৌন্দর্য ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে।

























