রাজশাহী তানোরে প্রতি কেজি আলুতে ১৯ টাকা লোকসান

- নিউজ প্রকাশের সময় : ০৭:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে আলু চাষ করে আলু চাষিরা চরম লোকসানের মুখে পড়ে দেউলিয়া হবার পথে। এ বছর প্রতি কেজি আলুর উৎপাদন খরচ (স্টোর জাত পর্যন্ত) ২৫ টাকা। কিন্ত্ত কোল্ড স্টোরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। এতে স্টোর ভাড়া বাদে কৃষক পাচ্ছেন প্রতি কেজিতে মাত্র ৬ টাকা, প্রতি কেজিতে লোকসান ১৯ টাকা। এদিকে কোল্ড স্টোরে ৭০ কেজির এক বস্তা আলু ঢেলে বাছাই করে কৃষক আলু পাচ্ছে ৬০ কেজি,তবে স্টোর ৭০ কেজিরই ভাড়া নিচ্ছেন। স্টোর কর্তৃপক্ষ শ্রমিক খরচসহ প্রতি কেজি আলুর ভাড়া নিচ্ছেন ৬ টাকা।এছাড়াও সেড ভাড়া ৪৫ টাকা করে নেয়া হচ্ছে। ওদিকে ১৫ টাকা কেজি দরে এক বস্তা (৭০ কেজি) আলুর দাম ১০৫০ টাকা,আর স্টোর ভাড়া দিতে হচ্ছে ৪০২ টাকা।ফলে এক বস্তা আলু বিক্রি করে কৃষক পাচ্ছেন মাত্র ৬৪৮ টাকা। এক বিঘা জমিতে আলু চাষে খরচ হয়েছে ৮০ হাজার টাকা এবং ফলন হয়েছে গড় ৫৫ বস্তা (এক বস্তায় ৭০ কেজি)।এবছর অধিকাংশক্ষেত্রে স্টোরে আলু রাখতে দালালদের বস্তা প্রতি ১০০ টাকা করে আর্থিক সুবিধা দিতে হয়েছে। সবকিছু মিলে এবছর আলুর উৎপাদন খরচও উঠছে না। এতে আলু চাষিদের মাথায় হাত। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা এবছর আলু চাষ করে অনেকটা দেউলিয়া হবার পথে


























