পাইকগাছায় নির্মমতার শিকার একগৃহবধূ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,,

- নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক গৃহবধূ মূত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই গৃহবধূর মায়ের নির্মমতায় এমন নিষ্ঠুর পরিনতি বলে জানাগেছে। বিষয়টি থানা পুলিশ তদারকি করছেন বলে জানিয়েছেন ভূক্তভোগির স্বামী ।জানাগেছে, আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের ওই মেয়েকে ভালবেসে বিয়ে করেন পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ রবিউল সরদারের পুত্র তাজমুল সর্দার। মেয়ের মা বিয়ে মেনে নিতে পারেনি। এরপর মেয়ে অন্তসত্ত্বা জানতে পেরে কৌশলে ছল চাতুরির আশ্রয় নিয়ে প্রায় দুই বছর পর মেয়েকে নিজ বাড়ীতে বেড়াতে নিয়ে যান। বাড়িতে নিয়ে ৬মাসের গর্ভবতী মেয়েকে মেয়ের নানা ও খালার সহোযোগীতায় গর্ভপাত ঘটানোর জন্য ৪টি ট্যাবলেট জোর পূর্বক খাইয়ে দেয়।এরপর মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে জামাইকে ফোন করে মায়ের ওষুধ খাওয়ানোর কথা বলে দেয়। এ দিকে মেয়ের অবস্থার অবনতি ঘটলে মেয়েকে পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মেয়ের মা।হাসপাতালের কর্মরত ডাক্তার প্রচুর রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করাকালিন সময়ে ৬মাসের একটি মৃত বাচ্চা প্রসব হয়। পরিস্থিতি ঘোলাটে হলে অসুস্থ গৃহবধুর মা হাসপাতাল থেকে পালিয়ে যান।