সড়ক দুর্ঘটনাঅজ্ঞাত ব্যক্তির মৃত্য

- নিউজ প্রকাশের সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় গাজীপুর গাজীপুরা টংগী ২৭ বাসস্টান্ডে বাসের চাপায় নিহত হয়েছে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়,এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় বিক্ষুব্ধ পথচারীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরা হানিফ এন্টারপ্রাইজের সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন,এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এইচএ প্লাস পরিবহণের একটি বাস তাকে চাপা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়,এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি নাম পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানাগেছ।