ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে ইসলামী সমাজ। ডাকুয়া ইউনিয়ন প্রভাবশালীদের দখলে রেকর্ডের জমি ও সরকারি খাস জমি।  চান্দিনা মহিলা কলেজে পাঁচ দফা দাবি সহ উপাধ্যক্ষ ও প্রভাষকের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রীদের আন্দোলন ১১ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ) সংবাদ সম্মেলন। ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে মাজার-দরগায় হামলা করছে ওলী বিদ্বেষীরা”মাজারে হামলার বিরুদ্ধে বিটিপি’র প্রতিবাদ সভা আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ, সাপ্তাহিক ছুটি দুই দিন গন অভ্যুস্খান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা। নবাগত সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ” দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন। অর্থের বিনিময়ে পেলেন রেহাই মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে

কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৪ বার পড়া হয়েছে

আজ সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ জুন) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ড ছাড়া সারা দেশেই একসঙ্গে প্রথম পরীক্ষা শুরু হবে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে এরইমধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা।সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ঢাকা সিটি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে আটটার পর থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে। তবে সকালবেলার ভারী বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। অভিভাবকরা বলছেন, প্রথম পরীক্ষা, যানজটের ভয় এবং নির্ধারিত সময়ের আগের ফাঁকা রাস্তায় নির্ঝঞ্ঝাট কেন্দ্রে আসার জন্যই আগেভাগে কেন্দ্র এসেছেন। বৃষ্টির সম্ভাবনা চিন্তা করেই বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছেন মাইমুন আক্তার নামের এক অভিভাবক বলেন, প্রথম পরীক্ষা হওয়ার কারণে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। বৃষ্টিতে একটু ভোগান্তি তৈরি হয়েছে। এটি যেহেতু প্রাকৃতিক সমস্যা তাই আমাদের মেনেই নিতে হবে। তারপরও প্রাকৃতিক বিপর্যয়ের কথা চিন্তা করে কেন্দ্রের সামনে সামিয়ানা কিংবা ত্রিপলের ব্যবস্থা করা দরকার ছিল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পথে পথে পুলিশের কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা আরিফ রব্বানী নামের আরেক অভিভাবক বলেন, সকালে কেন্দ্রে পৌঁছাতে কোনো যানজট কিংবা ঝামেলা পোহাতে হয়নি। প্রতিটি পরীক্ষায়ই যেন অবস্থায় কেন্দ্রীয় আসতে পারেন সে ব্যবস্থা ট্রাফিক বিভাগকে করে দিতে হবে অপরদিকে কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা সিটি কলেজে ঢাকা মহানগরীর ১১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। ১১টি প্রতিষ্ঠান হচ্ছে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, নর্দান কলেজ বাংলাদেশ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক গার্লস স্কুল, ডা. মালেকা কলেজ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ, গভঃ কলেজ অব এপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেনস ফেডারেন কলেজ এবং শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি কলেজ।যেসব নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে ওই্ দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন- পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক (ইনভিজিলেটর), মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।এ ছাড়া, বিশেষভাবে সক্ষম (ডিফারেন্টলি অ্যাবল) পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউনসিন্ড্রম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানোসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই 

নিউজ প্রকাশের সময় : ১০:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

আজ সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ জুন) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ড ছাড়া সারা দেশেই একসঙ্গে প্রথম পরীক্ষা শুরু হবে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে এরইমধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা।সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ঢাকা সিটি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে আটটার পর থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে। তবে সকালবেলার ভারী বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। অভিভাবকরা বলছেন, প্রথম পরীক্ষা, যানজটের ভয় এবং নির্ধারিত সময়ের আগের ফাঁকা রাস্তায় নির্ঝঞ্ঝাট কেন্দ্রে আসার জন্যই আগেভাগে কেন্দ্র এসেছেন। বৃষ্টির সম্ভাবনা চিন্তা করেই বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছেন মাইমুন আক্তার নামের এক অভিভাবক বলেন, প্রথম পরীক্ষা হওয়ার কারণে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। বৃষ্টিতে একটু ভোগান্তি তৈরি হয়েছে। এটি যেহেতু প্রাকৃতিক সমস্যা তাই আমাদের মেনেই নিতে হবে। তারপরও প্রাকৃতিক বিপর্যয়ের কথা চিন্তা করে কেন্দ্রের সামনে সামিয়ানা কিংবা ত্রিপলের ব্যবস্থা করা দরকার ছিল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পথে পথে পুলিশের কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা আরিফ রব্বানী নামের আরেক অভিভাবক বলেন, সকালে কেন্দ্রে পৌঁছাতে কোনো যানজট কিংবা ঝামেলা পোহাতে হয়নি। প্রতিটি পরীক্ষায়ই যেন অবস্থায় কেন্দ্রীয় আসতে পারেন সে ব্যবস্থা ট্রাফিক বিভাগকে করে দিতে হবে অপরদিকে কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা সিটি কলেজে ঢাকা মহানগরীর ১১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। ১১টি প্রতিষ্ঠান হচ্ছে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, নর্দান কলেজ বাংলাদেশ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক গার্লস স্কুল, ডা. মালেকা কলেজ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ, গভঃ কলেজ অব এপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেনস ফেডারেন কলেজ এবং শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি কলেজ।যেসব নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে ওই্ দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন- পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক (ইনভিজিলেটর), মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।এ ছাড়া, বিশেষভাবে সক্ষম (ডিফারেন্টলি অ্যাবল) পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউনসিন্ড্রম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানোসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়।