নারায়ণগঞ্জ আইন কলেজ ২০২১ ব্যাচ আজ শেষ বিদায়। ২০২৫

- নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল সাক্ষয়াত হোসেন ভূঁইয়া ক্লাস কক্ষে খাবারের আয়োজন করা হয়। স্যারের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের খাওয়ানো হয় ছাত্র-ছাত্রীদের ৷ উক্ত সময় খাবার পরিবেশন করেন ২০ ২১ ব্যাচ এর ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা ও ছাত্র প্রশান্ত রায় , সহযোগিতা করেন ছাত্রী, লতা, হীরা , শান্তা। প্রত্যক্ষ সাক্ষয়াত হাসিমুখে গিফট করেন ছাত্র ছাত্রীদের। ছাত্র-ছাত্রীরাও বিদায় উপলক্ষে প্রিয় অধ্যক্ষ কলেজর প্রিন্সিপাল কে গিফট করেন । সব ছাত্র-ছাত্রীরা একসাথে আনন্দমুখর কিছুটা সময কাটায়। সর্বশেষ ছাত্র-ছাত্রীরা স্যারের কাছ থেকে দোয়া নেয়, অধ্যক্ষ স্যার সাক্ষয়াত হোসেন ভূঁইয়া কাছ থেকে বিদায় নেয় ২০২১ ব্যাচ ছাত্র-ছাত্রীর ছাত্র ছাত্রীর মধ্যে এ সময় উপস্থিত ছিল ফাতেমা আক্তার মাহমুদা ইভা, প্রশান্ত রায়, হীরা, লতা , মোবারক, শাওন, শুভ, জাকারিয়া, জাইদুল, লিজা, মনিরা , শান্তা, মনিকা মনি, অনিকা, মারিয়া, ইভা , তাহসিন, চম্পা, রুমা, রুমি, স্মৃতি , আনিকা, শারমিন, সানজিদা পারভেজ, সানজিদা, খালেদ, উর্মি, ইমরান প্রমূখ্য১০ই জানুয়ারি পরীক্ষার প্রস্তুতি, সবার কাছে দোয়া কামনা রইল আইন কলেজের ছাত্র ছাত্রীর পক্ষ থেকে।
তথ্য বিস্তারিত ফাতেমা আক্তার মাহমুদা ইভা