সাংবাদিক নি*র্যাতন রোধে আইন চূড়ান্ত—হুমকিদাতার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কা*রাদণ্ড

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

রিপোর্টার:- মোঃআনজার শাহ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সাংবাদিক অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে সাংবাদিকদের প্রতি যেকোনো ধরণের হুমকি, নির্যাতন বা হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, কোনো সাংবাদিককে হুমকি দিলে বা পেশাগত কাজে বাধা দিলে হুমকিদাতা সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া, আইনটিতে সাংবাদিকদের তথ্য অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করার ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, এ আইন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করবে এবং তথ্যভিত্তিক সাংবাদিকতাকে উৎসাহিত করবে। সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানির ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকার শিগগিরই আইনটি জাতীয় সংসদে উত্থাপন করে পাস করার উদ্যোগ নেবে বলে জানা গেছে। সাংবাদিক সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।


























